রাজধানী ঢাকা থেকে বান্দুরা ইউনিয়ন এর দূরত্ব ৩৯ কিলোমিটার। এখানে সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে বাস। এছাড়া রেন্ট-এ-কার এবং নিজস্ব যানবাহনে মধ্যবিত্ত ও বিত্তশালীগণ ভ্রমণ করেন। ইউনিয়ন এর প্রাণকেন্দ্র বান্দুরা বাজার হতে উপজেলা সদরে যোগাযোগের মাধ্যম হচ্ছে গতিগাড়ি, ইজি বাইক এবং রিক্সা। এছাড়া ইউনিয়ন পরিষদ অফিসসহ ইউনিয়ন এর সকল আভ্যমত্মরীন যোগাযোগের ক্ষেত্রে একমাত্র মাধ্যম হচ্ছে ইজিবাইক এবং রিকসা। আভ্যমত্মরীন মালামাল পরিবহনেও ব্যবহৃত হয় নছিমন, ভ্যান, রিক্সা ইত্যাদি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঢাকা সহ দেশের সর্বত্র থেকে মালামাল পরিবহনে ট্রাকের মাধ্যমে আনা নেওয়া হয়। আংশিক নদী পথে ট্রলার এর মাধ্যমেও হয়ে থাকে। গুরম্নত্বপূর্ণ রোগী বহনে। একমাত্র মাধ্যম রেন্ট-এ-কার। এছাড়া মাঝে মাঝে ক্লিনিকগুলির এ্যাম্বলেন্সও ব্যবহার হয়ে থাকে।
ভাড়ার তালিকা (বর্তমান)
1. ঢাকা থেকে বান্দুরা বাস ভাড়া = ৬৫/=
2. বান্দুরা বাজার হতে হাসনাবাদ রিক্সা ভাড়া = ২০/- হতে ২৫/-
3. বান্দুরা বাজার হতে ইউনিয়ন পরিষদ ভবন রিক্সা ভাড়া = ১০/-
4. বান্দুরা বাজার হতে নূরনগর রিক্সা ভাড়া = ২০/- হতে ২৫/-
5. বান্দুরা বাজার হতে জজবাড়ি রিক্সা ভাড়া = ৪০/- হতে ৫০/-
6. বান্দুরা বাজার হতে মাঝিরকান্দা বাসস্ট্যান্ড রিক্সা ভাড়া = ২০/- হতে ২৫/-
7. বান্দুরা বাজার হতে মহববতপুর বাজার রিক্সা ভাড়া = ২৫/- হতে ৩০/-
8. বান্দুরা বাজার হতে সাদাপুর বাজার রিক্সা ভাড়া = ৩০/- হতে ৩৫/-
9. বান্দুরা বাজার হতে নবাবগঞ্জ গতি গাড়ির ভাড়া = ১২/-
10.বান্দুরা বাজার হতে নবাবগঞ্জ ইজি বাইক ভাড়া = ১৫/-
11.ইউনিয়ন পরিষদ অফিস হতে উলেস্নখিত স্থান গুলিতে যোগাযোগেও সমপর্যায়ের ভাড়া গ্রহন করা হয়।
সর্বোপরি ইউনিয়ন এর সর্বনিমণ রিক্সা ভাড়া হচ্ছে = ১০/-
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস