Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাসনাবাদ জপমালা রাণীর গীর্জা
স্থান
বান্দুরা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ঐতিয্যবাহী হাসনাবাদ গ্রামে পবিত্র জপমালা রাণী গীর্জাটি অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
বান্দুরা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ঐতিয্যবাহী গ্রাম হাসনাবাদ। এই গ্রামে অবস্থিত পবিত্র রাণী জপমালা গীর্জা। পুরাতন বান্দুরা বাজার বাসষ্ট্যান্ড হইতে রিক্সা, ইজিবাইক ও বিত্তশালীরা নিজস্ব গাড়ী নিয়ে যাওয়া যায় এবং নদীপথে ইছামতি নদী দিয়ে বোট/নৌকার করে এই দর্শনীয় স্থানে যাওয়া যায়।
বিস্তারিত

১৭৭০ খ্রিষ্টব্দের দিকে ফাদার রাফায়েল গমেজ নামক একজন ধর্মযাজক ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমন করেন। ১৭৭৪ খ্রিষ্টব্দে হাসনাবাদ ধর্মপল্লী প্রতিষ্ঠিত হয়। ১৭৭৭ খ্রিষ্টব্দে পর্তুগীজ আমলে হাসনাবাদ পবিত্র জপমালা রাণীর নামে প্রথম গীর্জার ঘরটি নির্মিত হয়। যার বেদীর অংশটুকু ছিল পাকা িএবং বাকী অংশ কাঁচা। এর চাল শন ও হোগলার ছাউনি এবং বেড়া ছিল বাাঁশের। পরবর্তী সময়ে ১৮৮৮ খ্রিষ্টাব্দে মাননীয় ফাদার ব্রিটোর সময়ে বর্তমান পাকা গীর্জাটি নির্মিত হয়।